ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে জনতার ওপর বাস উঠে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
হাইতিতে জনতার ওপর বাস উঠে নিহত ৩৮ জনতার ওপর বাস, ছবি: সংগৃহীত

হাইতির উত্তরাঞ্চলে গোনাইভস শহরে জনতার ওপর বাস উঠে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৭ জন।

দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের বরাতে সোমবার এ খবর জানা যায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে পথের পাশে ‘রারা’ নামে স্থানীয় পথসংগীত চলা সময় জনতার ওপরে একটি যাত্রীবাহী বাস উঠে যায়।

এতে ঘটনাস্থলে একজনের প্রাণহানি হয়। পরে বাসচালক বাস নিয়ে সটকে পড়ার সময় জনতার ওপর বাস চালিয়ে দিলে প্রাণহানি গিয়ে দাঁড়ায় ৩৮ জনে।

বাসটি চাপ হাইটিন থেকে দেশটির রাজধানী পোর্ট-ও-প্রাঁসে আসার পথে ঘটনাটি ঘটে। এতে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে এটি হামলা কিংবা বা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।