দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের বরাতে সোমবার এ খবর জানা যায়।
খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে পথের পাশে ‘রারা’ নামে স্থানীয় পথসংগীত চলা সময় জনতার ওপরে একটি যাত্রীবাহী বাস উঠে যায়।
বাসটি চাপ হাইটিন থেকে দেশটির রাজধানী পোর্ট-ও-প্রাঁসে আসার পথে ঘটনাটি ঘটে। এতে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে এটি হামলা কিংবা বা উদ্দেশ্যমূলক কোনো ঘটনা কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
টিআই