এরই মধ্যে ও তা পালনে ব্যর্থ দুই নারী কর্মী চাকরিও হারিয়েছন। এবার পুরো ইউরোপেই অফিস আদালতে হিসাব নিষিদ্ধ করার সুযোগ সৃষ্টি হলো ইউরোপের অন্যান্য দেশেও।
মঙ্গলবার (১৪ মার্চ) রায় ঘোষণা করে কোর্ট অব জাস্টিস জানায়, কমর্স্থানে কোনও রাজনৈতিক বা ধর্মীয় চিহ্ন বহন করা যাবে না। আর সে জন্য কর্মীরা কর্মস্থলে বাধ্যতামূলক মুচলেকা দিয়ে কাজ করবে।
এ্ই ব্যবস্থাকে স্রেফ সতর্কতামূলক, কোনও বৈষম্যমূলক নয় বলেই আদালত মত দেয়।
বাংলাদেশ সময় ০৫৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএমকে