ত্রিপোলি: লিবিয়ার বিদ্রোহীদের জাতীয় অন্তবর্তী পরিষদ (এনটিসি) তাদের শক্ত ঘাঁটি বেনগাজি থেকে দেশটির রাজধানী ত্রিপোলিতে যাওয়ার জন্য প্রস্তুত। বিদ্রোহীদের পক্ষ হতে এ কথা জানানো হয়েছে।
এনটিসি প্রধান মোস্তফা আবদুল জলিল সমর্থকদের বলেন, তারা আগামী এক সপ্তাহের মধ্যেই ত্রিপোলিতে যাবেন।
কর্তৃপক্ষ ত্রিপোলিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার লক্ষে গাদ্দাাফি বিরোধী যেসব যোদ্ধা এখনও টহল দিচ্ছেন তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। যদিও দেশের অন্যান্য অংশে গাদ্দাফি অনুগতরা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন।
গাদ্দাফি বিরোধী যোদ্ধারা গাদ্দাফি অনুগত সেনাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেওয়ার পর ধীরে ধীরে গাদ্দাফির নিজের শহর সিরতের দিকে অগ্রসর হচ্ছেন।
বিদ্রোহী বাহিনী দুটি ছোট অঞ্চল বানি ওয়ালিদ এবং সাবায় ব্যাপক প্রতিরোধের মুখোমুিখ হচ্ছে।
গাদ্দাফি কোথায় আছে তা অজ্ঞাত থাকলেও ধারণা করা হচ্ছে তার অনুগত সেনারা এখনও যে তিনটি অঞ্চলের দখল টিকিয়ে রেখেছেন তার কোন একটাতে আছেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১১