আর এতে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী ও পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি কনজারভেটিভর শীর্ষ নেতা মার্ক রুট। ফলে মার্ক রুট ও তার ভক্ত-সমথর্করা ইতোমধ্যে বিজয় উদযাপন শুরু করে দিয়েছেন।
সর্বশেষ তথ্যমতে, ৯৩ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। যেখানে পার্লামেন্টের নিম্নকক্ষের ১৫০ আসনের মধ্যে ৩৩টি আসন পেয়ে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন মার্ক রুট। তার নিকট প্রতিন্দ্বন্দ্বী ইসলামবিদ্বেষী ও ইইউ-বিরোধী প্রার্থী গিয়ার্ট ভিল্ডার্স পেয়েছেন ২০টি আসন।
আর বাকি আসনগুলো অন্যান্য দল পেয়েছে। এবারের নির্বাচনে ২৮টি প্রতিদ্বন্দ্বিতা করছে। গোটা ইউরোপজুড়ে নেদারল্যান্ডসের নির্বাচনের খবর এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
টিআই