ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আলেপ্পোতে মসজিদে বিমান হামলায় নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আলেপ্পোতে মসজিদে বিমান হামলায় নিহত ৪২ আলেপ্পোতে বিমান হামলা, ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত একটি মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় মাগরিবের নামাজ আদায়ের সময় হামলাটি চালানো হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।

সংস্থাটি বলছে, আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-জিনা এলাকার একটি গ্রামের মসজিদে বিমান হামলাটি হয়।

এতে ৪২ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট আল-কায়েদ‍া জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এ হামলা চালায়। তবে মসজিদে হামলার বিষয়টি অস্বীকার করেছে তারা।

বিমান হামলার সময় প্রায় ৩০০ জন মসজিদের ভেতরে ছিলেন বলে স্থানীয়রা জানান।

হামলার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।