বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় মাগরিবের নামাজ আদায়ের সময় হামলাটি চালানো হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।
সংস্থাটি বলছে, আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-জিনা এলাকার একটি গ্রামের মসজিদে বিমান হামলাটি হয়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এ হামলা চালায়। তবে মসজিদে হামলার বিষয়টি অস্বীকার করেছে তারা।
বিমান হামলার সময় প্রায় ৩০০ জন মসজিদের ভেতরে ছিলেন বলে স্থানীয়রা জানান।
হামলার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
টিআই