ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ধোনির দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
দিল্লিতে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ধোনির দল

ঢাকা: ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে আগুনের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট দল।

শুক্রবার ( মার্চ ১৭) সকালে দিল্লির দ্বারকায় অবস্থিত ওই হোটেলের আগুন লাগে। আগুন লাগার পরপরই সরিয়ে নেয়া হয় ধোনিসহ দলের অন্যান্য সদস্যদের।

 শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির ম্যাচে প্রতিপক্ষ পশ্চিমবঙ্গের সঙ্গে খেলতে দ্বারকার ওয়েলকাম হোটেল কমপ্লেক্সে উঠেছিলো ধোনির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট দল।

ভারতের সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে হোটেলটিতে আগুন লাগার পরপরই ধোনিদের সরিয়ে নেয়া হয়। দলের সব সদস্য অক্ষত রয়েছেন। তবে হোটেলে থাকা তাদের খেলার সরঞ্জাম পুড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তাদের শুক্রবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।