ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগ্রায় তাজমহলের পাশে জোড়া বিস্ফোরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আগ্রায় তাজমহলের পাশে জোড়া বিস্ফোরণ

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের আগ্রা। একটি বিস্ফোরণ হয় আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের পাশে জঞ্জালের স্তূপে, অন্যটি তার পাশে একটি বাড়িতে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৮ মার্চ) সকালে এই দুই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না।

তবে তাদের শঙ্কা, কয়েকদিন আগেই তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেয় আইএস, এরপর বাড়ে নিরাপত্তা। কিন্তু এর মধ্যেই এই হামলা।

আইএস’র নাম করে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকির পর ইউপি পুলিশের এডিজি দলজিৎ সিং বলেন, হোয়াটসঅ্যাপে তাজমহল উড়িয়ে দেওয়ার একটি খবর ঘোরফেরা করছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।