ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির ছোট্ট শহর ফিলেত্তিনোর স্বাধীনতা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
ইতালির ছোট্ট শহর ফিলেত্তিনোর স্বাধীনতা ঘোষণা

রোম: ইতালির একটি ছোট শহর ফিলেত্তিনো স্বাধীনতা ঘোষণা করেছে। ইতোমধ্যে দেশটি তার নিজস্ব মুদ্রাও ছাপানো শুরু করেছে।

রাজধানী রোম থেকে মাত্র একশ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই শহরের কর্তৃপক্ষ সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে এই উদ্যোগ নিয়েছে।

সরকারের নতুন আইনের আওতায় স্থানীয় প্রশাসনের ব্যয় কমাতে মাত্র ৫৫০ জন অধিবাসীর এই শহরকে পার্শ্ববর্তী ত্রেভি শহরের সঙ্গে একীভূত হতে বাধ্য করা হতে পারে।

 শহরটির মেয়র লুকা সেলারি যিনি ইউরো জোনের অর্থনৈতিক সংকটের কারণে চাকরি হারাতে বসেছিলেন, তিনিই স্বাধীনতা ঘোষণার এই পরিকল্পনা হাজির করেছেন। এমনকি ‘ফিউরিতো’ নামে পেছনে নিজের ছবি সংবলিত ব্যাংক নোট পর্যন্ত চালু করেছেন।   স্থানীয় দোকানগুলোতে এই নতুন নোটের ব্যবহার এরই মধ্যে  শুরু হয়ে গেছে।

এদিকে ওই শহরে আসা পর্যটকরা স্যুভেনির হিসেবে এই ব্যাংক নোট সংগ্রহ করতে রাস্তায় হুমড়ি খেয়ে পড়েছেন।

প্রশাসনিক ব্যয় কমাতে স্থানীয় পরিষদ ভেঙে দিয়ে ছোট ছোট শহরগুলোকে পার্শ্ববর্তী বড় শহরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির নেতৃত্বাধীন জোট সরকার।

তবে এই উদ্যোগের প্রতিবাদে ছোট শহরগুলোর বিচ্ছিন্ন হওয়ার হুমকির প্রেক্ষিতে হয়ত সরকার পিছু হটবে বলে মনে করা হচ্ছে।

নতুন আইনের আওয়তায় ফিলেত্তিনো তার নিজস্ব সামরিক পোশাক ও ওয়েবসাইট খুলেছে। ইতালির এই ছোট শহরের এমন অভিনব প্রতিবাদ আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

এমন একটি ছোট শহরের স্বাধীনতা ঘোষণার ব্যাপারে মেয়র বলেন, ইতালি এক সময় প্রায় ডজনখানেক আলাদা নীতি ও প্রশাসনের আওয়তায় ছিল। উদাহরণ হিসেবে তিনি স্যান ম্যারিনোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্যান ম্যারিনো যদি আলাদা থাকতে পারে তাহলে ফিলেত্তিনো কেনো নয়?

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।