ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সম্পদের হিসাব দিলেন ভারতের মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
সম্পদের হিসাব দিলেন ভারতের মন্ত্রীরা

নয়াদিল্লি: সম্পদের বিস্তারিত বিবরণ জনসমক্ষে প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ সদস্যরা।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধে মন্ত্রীরা তাদের স্ত্রী ও পোষ্যদের সম্পদের বিবরণ দিয়েছেন।

এই সব সম্পদের বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ভারতে  মন্ত্রীদের জন্য করা নিয়মনীতির ভিত্তিতে সম্পদের হিসাব দেওয়া একটি বাৎসরিক নিয়মিত কাজ।

গত ২ জুন মন্ত্রিপরিষদ সচিব কেএম চন্দ্রশেখর সম্পদের হিসাব প্রকাশে প্রধানমন্ত্রীর অনুরোধ সম্বলিত চিঠি সব মন্ত্রী বরাবর পাঠান। ওই চিঠিতে ৩১ আগস্টের মধ্যে সব সম্পদের বিস্তারিত বিবরণ দেওয়ার অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের সম্পদের বিবরণীতে যা জানা গেছে-

স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্থায়ী আমানত রয়েছে ২ দশমিক ৭ কোটি রুপি। চন্ডিগড়ে একটি বাড়ি রয়েছে যার মূল্য ৯০ লাখ রুপি এবং দিল্লিতে বসন্তকুঞ্জে ৮৮ লাখ মূল্যমানের একটি ফ্ল্যাট রয়েছে তার।

স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রীরসহ রয়েছে ২০ কোটি রুপির ওপর মূল্যমানের সম্পদ। মজার ব্যাপার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সব সময় সরকারি গাড়িতে চলাফেরা করলেও বাড়িতে তার রয়েছে একটি ভক্সওয়াগন, স্কোডা, ফোর্ড ফিয়েস্টা এবং কাইনেটিক হোন্ডা। তিনি অবশ্য তার কারখানার মূল্যমানও উল্লেখ করেছেন।

অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও তার স্ত্রীর মিলিয়ে রয়েছে ১০টি স্থাবর সম্পত্তি। এর মধ্যে বৃহত্তর কৈলাশে তাদের একটি বাড়ি রয়েছে। তাদের মোট সম্পদের অর্থমূল্য ৩ কোটি রুপি।

টেলিকমমন্ত্রী কাবিল সিবালের স্থাবর সম্পত্তি ১৬ দশমিক ২৫ কোটি রুটি। ব্যাংক আমানত রয়েছে ৬৫ লাখ রুপি, বিনিয়োগ শেয়ার রয়েছে ৪০ লাখ রুপি, স্বর্ণালংকার রয়েছে ২০ লাখ রুপি মূল্যের এবং অন্যান্য সম্পদের অর্থমূল্য প্রায় ৪ দশমিক ৭৫ রুপি।

সাবেক তথ্যপ্রযুক্তি মন্ত্রী দয়ানিধি মরণের মোট সম্পদের পরিমাণ ২ দশমিক ৯৪ কোটি রুপি মূল্যের। রিলায়েন্সসহ কয়েকটি কোম্পানির সঙ্গে তার ও তার স্ত্রীর শেয়ার রয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রী মুরলি দেওরা এবং তার স্ত্রীর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১৫ দশমিক ২ কোটি রুপি মূল্যের। তার স্ত্রী দুটি কোম্পানি ও একটি নিজস্ব লাভজনক প্রতিষ্ঠান চালান।

পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণের স্থাবর সম্পত্তি রয়েছে ২ দশমিক ৩৪ লাখ রুপি মূল্যমানের, অস্থাবর সম্পত্তি ৪ দশমিক ৮১ লাখ রুপি মূল্যমানের, বিনিয়োগ রয়েছে ৩ লাখ রুপি এবং ব্যাংক আমানত রয়েছে ১২ লাখ রুপি। তার স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় ২১ লাখ রুপি মূল্যমানের।

উন্নয়ন মন্ত্রী কামাল নাথের ঘোষিত সম্পদের পরিমাণ ২৬৩ কোটি রুপি মূল্যমানের। ইউপিএ সরকারের দ্বিতীয় দফার মন্ত্রিপরিষদের মধ্যে তিনিই সবচে সম্পদশালী। সূত্র জানিয়েছে, এই সম্পদ মন্ত্রীর ছেলে, তাদের স্ত্রী এবং সব কোম্পানি মিলিয়ে।

কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের সম্পদের অর্থমূল্য ১২ কোটি রুপি। এর মধ্যে রয়েছে ব্যাংক আমানত ও বিভিন্ন কোম্পানিতে শেয়ার। তবে এই সম্পদ তিনি ও তার স্ত্রীর মিলিয়ে।

প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির সম্পদের তালিকা সবচে ছোট। তিনি উল্লেখ করেছেন, তার নিজস্ব কোনো সম্পদ নেই। শুধু কেরালাতে তার স্ত্রীর একটি বাড়ি ও ওয়াগন আর মডেলের একটি গাড়ি রয়েছে। তাদের মোট সম্পদের পরিমাণ মাত্র ২ লাখ রুপি মূল্যমানের।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।