ত্রিপোলি: আত্মগোপনে থাকা লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির আরও একটি শক্ত ঘাঁটির অনেক কাছাকাছি পৌঁছে গেছে অন্তবর্তী সরকারের অনুগত প্রায় কয়েকশ সেনা।
রোববার বিদ্রোহী সেনারা গাদ্দাফির অনুগত সেনাদের নিয়ন্ত্রণে থাকা বনি ওয়ালিদ শহরের তিন দিক ঘিরে ফেলেছে।
বিদ্রোহী সেনাদের এই অবরোধে রোববার এখনো পর্যন্ত ওই অঞ্চলে অচলাবস্থা বিরাজ করছে।
তবে গাদ্দাফিবিরোধী এক যোদ্ধা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার সকালের মধ্যে এই অচলাবস্থার অবসান ঘটবে।
এদিকে এ রকম খবর ছড়িয়ে পড়েছে যে, গাদ্দাফির দুই ছেলেকে ওই শহরে ঘুরে বেড়াতে দেখা গেছে। তাদের পরিবারের অনেক সদস্যও সেখানে অবস্থান করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
শনিবার লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তী পরিষদ (এনটিসি) বা বর্তমানে অর্ন্তবর্তী সরকারের চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল জানিয়েছেন, তাদের সেনারা গাদ্দাফির জন্মস্থান সিরতেসহ জুফরা ও সাভা শহর নিয়ন্ত্রণে নিয়েছে।
তিনি বলেন, গাদ্দাফির অনুগতদের মানবিক সাহায্য দেওয়া হয়েছে। তবে অধিকতর রক্তপাত এড়াতে তাদের আত্মসমর্পনের জন্য এক সপ্তাহ সময় লেগেছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১