ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর

লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ করে দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালায়।

এ সময় সন্দেহভাজন একটি গাড়িকে থামানো হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্ধ করা হয়।

নিরাপত্তাকর্মীরা জানান, জব্দকৃত অস্ত্রের মধ্যে .২২৩ বোরের রাইফেল, ৭টি ম্যাগজিন এবং কয়েকজ ডজন বুলেট রয়েছে।

এ ঘটনার গাড়ির চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লাহোরের বাসিন্দা ওই চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।