ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির অনুগতদের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১
গাদ্দাফির অনুগতদের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে গেছে

তারহৌনা: গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে লিবিয়ার বিদ্রোহী বাহিনীর শান্তি আলোচনা ভেস্তে গেছে। বানি ওয়ালিদ শহরে বিনা অস্ত্রে প্রবেশ করার শর্ত দিলে লিবিয়ান বিদ্রোহী বাহিনী তা প্রত্যাখ্যান করার পর পরই এ সমঝোতা ভেস্তে যায়।



এখন বিদ্রোহী বাহিনী চূড়ান্ত হামলা করার জন্য নির্দেশের অপেক্ষায় রয়েছে। খবর-বিবিসি, সিএনএন, আল-জাজিরা, জিনিউজের।

বিদ্রোহীদের এক মুখপাত্র আব্দুল্লাহ কানশিল যিনি সমঝোতা আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি  রোববারের শেষদিকে সংবাদমাধ্যমকে জানান, গাদ্দাফির প্রধান মুখপাত্র মুউসা ইব্রাহিম বনি ওয়ালিদ শহর থেকে ৭০ কিলোমিটার দূরে নিরাপত্তা চৌকি থেকে জানিয়েছে, শহরে প্রবেশ করতে হলে বিনা অস্ত্রে ঢুকতে হবে।

আব্দুল্লাহ কানশিল এ সময় মন্তব্য করেন, ‘আমরা বানি ওয়ালিদ শহরবাসীর জন্য দুঃখিত!’

তিনি নিজেও একজন এই শহরবাসী হিসেবে দাবি করে বলেন, ‘দেশের জন্য সবচেয়ে ভালোটাই আশা করি। ’

আব্দুল্লাহ কানশিল সংবাদমাধ্যমকে জানান, মুউসা ইব্রাহিম গাদ্দাফির অনুগত বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রে বেষ্টিত হয়ে শহরের ভেতরের অংশে ছিলেন।

এ ঘটনার পর থেকে বানি ওয়ালিদ শহরবাসী ভীষণভাবে আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। তারা আশঙ্কিত যে, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং এতে তারা নিশ্চিহ্ন হয়ে যাবেন।

এদিকে, লিবিয়ার অন্তবর্তীকালীন সরকার জানিয়েছে, কর্নেল গাদ্দাফির ছেলে খামিস নিহত হয়েছেন।

ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) জানায়, খামিস লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে এক যুদ্ধে তিনি নিহত হয়েছেন এবং বানি ওয়ালিদ শহরের কাছে তাকে সমাহিত করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বানি ওয়ালিদ শহরটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূবে অবস্থিত। গাদ্দাফি বাহিনী এখন বানি ওয়ালিদসহ মাত্র ৪টি শহর দখলে রাখতে পেরেছে। বাকি ৩টি শহর হচ্ছে- জুফরা, সাভা এবং গাদ্দাফির জন্মস্থান সিরটে।

অপরদিকে, এনটিসি চেয়ারম্যান মুস্তাফা আবদেল সাংবাদিকদের জানিয়েছেন, গাদ্দাফির অনুগত বাহিনীকে মানবিক সাহায্য দেওয়া হচ্ছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে তাদের আত্মসমপর্নের সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।