ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন হামলায় ৭ সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
লন্ডন হামলায় ৭ সন্দেহভাজন আটক হামলার পর লন্ডনে পুলিশের সতর্কাবস্থান। ছবি: সংগৃহীত

ব্রিটেনের পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের সামনে ‘সন্ত্রাসী ঘটনায়’ জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হন। পুলিশের গুলিতে মারা যায় হামলাকারীও।

বুধবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে হামলার ঘটনার পর ‍রাতভর লন্ডনের ছয়টি এলাকায় অভিযান চালিয়ে ওই সাত জনকে আটক করা হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের হেড মার্ক রাওলি সাত জনকে আটক করার কথা জানান।

তিনি বলেন, সন্দেহভাজনদের ধরতে রাতভর শত শত গোয়েন্দা কাজ করেছেন। এখন পর্যন্ত ছয়টি স্থান থেকে সাত জনকে আটক করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ডের বাইরে এক সংবাদ সম্মেলন করে রাওলি বলেন, বার্মিংহাম, লন্ডনসহ দেশের সব স্থানে এ ঘটনার তদন্ত চলছে। আমাদের এখন পর্যন্ত মনে হচ্ছে হামলাকারী একলা ছিল, তবে সে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ ছিল। পরবর্তী কোনো ঝুঁকির তথ্য আমাদের কাছে নেই।

পুলিশের এ কর্মকর্তা জানান, ওই ঘটনায় হতাহতদের মধ্যে ভিন্ন ভিন্ন জাতীয়তার মানুষ রয়েছেন বলে তাদের পরিচয় প্রকাশ করছেন না তারা। তাছাড়া তদন্ত চলছে বলে হামলাকারীর পরিচয়ও প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন মার্ক রাওলি।

ঘটনার বর্ণনা দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানায়, হামলাকারী প্রথমে ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর তার চার চাকার প্রাইভেট গাড়ি চালিয়ে দেয়। এরপর গাড়ি থেকে ছুটে গিয়ে ওয়েস্টমিনস্টার প্যালেসের সামনে দায়িত্ব পালনকারী ওই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে। তারপর সে পার্লামেন্টে এমপিদের প্রবেশের পথ দিয়ে ছুরি নিয়ে ভেতরে ছুটে যেতে চাইলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে দু’টি গুলি করেন। ওদিকে তার ছুরিকাঘাত ও গাড়ির চাপায় কাতরাতে থাকেন পুলিশ ও পিষ্ট হওয়া পথচারীরা। তবে কিছুক্ষণ পরই ঘটনাস্থলে মারা যান পুলিশ সদস্য। তৎক্ষণাৎ হামলাকারী এবং অন্যদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হলেও সেখানে হামলাকারীসহ তিন জনের মৃত্যুর খবর দেন চিকিৎসকরা।  

যদিও পরে হাসপাতালে চার জনের মৃত্যুর খবর বলা হয়েছিল, কিন্তু এখন আবার এ সংখ্যা কমিয়ে তিন বলছেন রাওলি।

বিবিসির নিউজনাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কাছে ইঙ্গিত রয়েছে, যে গাড়ি নিয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর হামলা হয়েছে, সেটি বার্মিংহামের একটি এলাকা থেকে ভাড়া করে আনা। সেজন্য রাতে বার্মিংহামের হ্যাগলি রোড থেকে তিনজনকে আটক করা হয়। পরে আটক করা হয় বাকি সাতজনকে।

‘তদন্তের স্বার্থে’ রাওলি আটক সাত জনের পরিচয় জানাননি। তাদের পরিচয় জানায়নি সংবাদমাধ্যমও।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭/আপডেট ১৪৫৫ ঘণ্টা
এইচএ/

আরও পড়ুন
** লন্ডন হামলায় নিহতের সংখ্যা কমিয়ে ৩ বলছে পুলিশ
** লন্ডন হামলায় সংসদ সদস্যের বীরত্ব
** টেরিজা মে’কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ট্রাম্পের
** ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলায় নিহত বেড়ে ৫, আহত ৪০
** ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলায় নিহত ৪, আহত ২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।