ইসলামাবাদ: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু এবং পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে আঘাত হানা বন্যায় কমপক্ষে ৮৮ জন নিহত এবং প্রায় ৮০লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন শীর্ষ সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান জাফর ইকবাল কাদির জানান, বন্যায় সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশে যারা বাড়িঘর হারিয়েছেন তাদেরকে সরকারি বিভিন্ন ত্রাণ শিবিরি আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
কাদির জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসিপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ এবং উদ্ধারকাজে সেনা এবং নৌবাহিনীর পাশাপাশি জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোও অংশ নিয়েছে। পানিবাহিত রোগ যেমন, ম্যালেরিয়া যাতে ছড়িয়ে পড়তে না পারে সরকার সেজন্য বন্যায় আক্রান্ত এলাকাগুলোতে প্রচারাভিযান শুরু হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার পর্যন্ত পাঞ্জাব হাসপাতালে ১,৫০০ ডেঙ্গু রোগী তাদের নাম নিবন্ধন করিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে, আগামী কয়েকদিনে আরো বৃষ্টিপাত হতে পারে। ফলে, বন্যা আক্রান্ত অঞ্চলগুলোর অবস্থা আরো খারাপ হতে পারে।
২০১০ পাকিস্তানে আঘাত হানা ভয়াবহ বন্যায় কমপক্ষে দুই হাজার লোকের প্রাণ হানি হয় এবং প্রায় ২০ লাখ লোক এতে আক্রান্ত হয়। ওই বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক লোক এখনও ত্রাণ শিবিরে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১