নয়াদিল্লি: উইকিলিকসের ফাঁস করা তারবার্তায় জানা গেছে, ২০০৯ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ডিএমকে মনমোহন সিংকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে দেখতে চায় নি।
দলটি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল।
দিল্লির তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডেনিস টি হপার ২০০৮সালের জুনে ওয়াশিংটনে এই তার বার্তাটি পাঠিয়ে ছিলেন। ওই তার বার্তায় ডিএমকের প্রধান এম করুণাধির কৌশলী শিভা প্রকাশমের উদ্ধৃতি দিয়ে জানায়,প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং খুবই খারাপ প্রার্থী হবেন।
তার পক্ষে যুক্তি তুলে তিনি বলেন, তিনি (মনমোহন) মূলত একজন আমলা। দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার কারণে তিনি জনরোষে পড়বেন। প্রকাশাম হপারকে আরও জানান, রাহুল এখনও প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তুত না হওয়ায় তামিল নাড়ুতে প্রধানমন্ত্রী প্রার্থীর জন্য সোনিয়া গান্ধীই হবেন সবচেয়ে আকর্ষণীয়।
তিনি বলেন, প্রণব মুখার্জী উত্তর ভারতের জন্য ঠিক থাকলেও তিনি দক্ষিণ ভারতের জন্য অতটা সহায়ক নয়।
প্রকাশাম উল্লেখ করেন, তৎকালীন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী অরুণ সিং চেন্নাইয়ে করুণানিধির সঙ্গে দেখা করে প্রস্তাব করেছিলেন যে, মনমোহন সিং প্রার্থী হওয়ার জন্য করুণানিধির সমর্থন চেয়েছিলেন।
প্রকাশাম জোর দিয়ে ওই মার্কিন কর্মকর্তাকে বলেন, যদিও ডিএমকে প্রধান কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ করবেনা। তারপরও কংগ্রেসের প্রতি তাদের সমর্থন থাকবে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১