টোকিও: জাপানে উদ্ধারকারী দল সোমবার জমে থাকা পুরু কাদার ধবংস স্তুপের মাঝে রোববারের ঘূর্ণিঝড়ে নিহত নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে।
রোববারের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তালাসে’ দেশটিতে কমপক্ষে ২৫জন নিহত হয়েছে।
ঘূর্ণিঝড় ‘তালাস’ দুর্বল হয়ে মৌসুমী ঝড়ে রুপ নেয়। প্রবল বাতাসসহ এটি উপকূলীয় এলাকায় আঘাত হেনে এক সপ্তাহ যাবৎ প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে।
ঘূর্ণিঝড়ে রেলপথ, ব্রিজ এবং রাস্তাঘাটের ক্ষতি সাধিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। ফলে, নিহত এবং নিখোঁজ ছাড়াও হাজার লোক আটকা পড়েছে।
দেশটির নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বলেছেন, ‘নিখোঁজ এবং আটকা পড়া লোকদের উদ্ধারে আমরা সম্ভব সব কিছু করবো। ’ ঘূর্ণিঝড় আঘাত হানার মাত্র একদিন আগে নোদা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।
নোদাকে সুনামির ক্ষয়ক্ষতি এবং পারামাণবিক সংকট কাটিয়ে উঠতে বেশ বেগ পেতে হবে। ২০০৪ সালের পর এটিই জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
২০০৪এর ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৯৮ জন নিখোঁজ অথবা নিহত হয়। সরকারি বার্তা সংস্থা এনএইচকে জানায়, সোমবার পর্যন্ত তালাসে ২৫ জনের নিহত হওয়ার কথা নিশ্চিত করে।
বার্তা সংস্থা কিয়োদো নিহতের সংখ্যা ২৭ বলে জানায়। নিহদের বেশিরভাগই ওকিহামা জেলার অধিবাসী। ওকিহামার কর্মকর্তা সেইজি ইয়ামাতো জানান সেখানে ১৭জন নিহত এবং ২৮জন নিখোঁজ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১