ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
লন্ডন হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে নারীরা লন্ডন হামলার প্রতিবাদে নারী, ছবি: সংগৃহীত

ব্রিটেনের লন্ডনে গত সপ্তাহে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের সামনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের স্বজন ও আহতের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সেখানকার নারীরা।

স্থানীয় সময় রোববার নারীরা বেদনার প্রতীক নীল রংয়ের পোশাক পরে এক মানববন্ধনে সামিল হন। একই সঙ্গে তারা ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ সময় তারা নিহতদের স্মরণ ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে পাঁচ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।

গত ২২ মার্চ স্থানীয় সময় বিকেল পৌনে ৩টার দিকে ওই সন্ত্রাসী হামলায় মোট চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।