সিউল: দশ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। নতুন এক সরকারি হিসাবে এ তথ্য জানা গেছে।
নতুন ওই হিসাবে দেখা গেছে ২০০৯ সালে একদিনে দেশটিতে ৪০ জনেরও বেশি লোক আত্মহত্যা করেছে। এক দশক আগের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি এবং ১৯৮৯ সালের তুলনায় তা পাঁচ গুণ।
বিশ্বে বেশি আত্মহত্যাপ্রবণ দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া শীর্ষে। ফলে এই আত্মহত্যার হার কমিয়ে আনার জন্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়ছে।
এক দশক আগে এশিয়ার অর্থনৈতিক সংকটের পর থেকে দেশটিতে ৭শতাংশ হারে প্রবৃদ্ধি বাড়তে থাকে। তারপরে দেশটিতে গৃহঋণের পরিমাণ অতিমাত্রায় বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে?
কোরিয়ায় কখনো এ ধরনের অর্থনৈতিক সংকট দেখা দেয়নি। যার জন্য পার্শ্ববর্তী দেশ জাপানের মত আত্মহত্যার প্রবণতাকে দায়ী করা যায়।
তরূণদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় অনেক বিশ্লেষকরা বলছেন, অনেক তরুণ ইন্টানেট ব্যবহার করে এবং ইন্টারনেটে আত্মহত্যার গ্রুপ গঠন করে। এ বছরের প্রথম দিকে দেশটির পার্লামেন্ট আত্মহত্যা প্রতিরোধে একটি নতুন আইন পাস করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তারপর থেকেই ব্রিজের উপর জরুরি ভিত্তিতে নতুন ফোন স্থাপনসহ দেশব্যাপী কয়েকটি আত্মহত্যা প্রতিরোধ কেন্দ্র গড়ে তোলা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১