ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ার ইমিগ্রেশনে আটক থাকা শতাধিক বন্দির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
মালয়েশিয়ার ইমিগ্রেশনে আটক থাকা শতাধিক বন্দির মৃত্যু মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে আটক থাকা শতাধিক বন্দির মৃত্যু

গত দুই বছরে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে আটক থাকা শতাধিক বন্দির মৃত্যু হয়েছে। রোগে ভুগে, বন্দিশালার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে তাদের মৃত্যু হয় বলে দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের পর্যালোচনা প্রতিবেদন থেকে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোগ ছাড়াও কোনো এক অজানা কারণে তারা মারা গেছেন, যা খুঁজে বের করা হচ্ছে।

প্রতিবেদনটি আরও আগেই মালয়েশিয়া সরকারের হাতে আসে।

তবে সংবাদমাধ্যমে বৃহস্পতিবারই (৩০ মার্চ) প্রকাশ করা হয়।

দেখা যায়, ৮৩ জন মারা গেছেন ২০১৫ সালে আর ২০১৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় মায়ানমারের জনগণের সংখ্যাই বেশি।

মালয়েশিয়া সরকার এর আগে তাদের বন্দিশালাগুলোতে আটকদের মৃত্যুর কোনো তালিকা প্রকাশ করেনি। এতে জানাও সম্ভব হয়নি কত মানুষ সেখানে দিন কাটাচ্ছেন।

তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে আটক অভিবাসী মৃত্যুর হার তুলনামূলক বেশি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।