ওয়াশিংটন: সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, হিলারি রডহ্যাম ক্লিনটন প্রেসিডেন্ট নন। কিন্তু বারাক ওবামা না হয়ে হিলারি যদি এখন হোয়াইট হাউজে থাকতেন, তবে আজকে দেশের সবকিছু একটু ভিন্নভাবে চলতো।
ডিক চেনি ফক্স নিউজকে রোববার বলেন, তার মতে, পররাষ্ট্রমন্ত্রী ওবামা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং এটা আরও ভালো হতো তিনি (হিলারি) প্রেসিডেন্ট হিসেবে কেমন দায়িত্ব পালন করতেন
নির্দিষ্ট করে কোন কিছুর কথা উল্লেখ না করলেও তিনি মনে করেন,‘আমাদের অনেকের জন্যই তার সঙ্গে কাজ করা অনেক সহজ হতো। বিশেষ করে যারা প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করেন। ’
হিলারি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে ডেমোক্রাটিক পার্টির মনোনয়নে ওবামার কাছে হেরে যান।
ওবামা রিপাবলিকান পার্টির প্রার্থী জন ম্যাককেইনকে পরাজিত করেন।
ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাবেক সিনেটর হিলারি ক্লিনটনকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১