ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আল কায়েদার তিন জ্যেষ্ঠ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১১
পাকিস্তানে আল কায়েদার তিন জ্যেষ্ঠ নেতা আটক

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানি গোয়েন্দাদের সহযোগিতার ফলে পাকিস্তানে আল-কায়েদার তিন জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী সোমবার জানায়, আল কায়েদার বহির্বিশ্ব অভিযানের কমান্ডার  ইউনুস আল-মারিতানি কোয়েটায় আটক হয়েছেন।

মারিতানি আন্তর্জাতিক অভিযানগুলো পরিচালনা করতেন এবং এ বিষয়ে থেকে  আল কায়েদার প্রধান প্রয়াত ওসামা বিন লাদেনের কাছ থেকে দিকনিদের্শনা পেতেন।

লাদেন যুক্তরাষ্ট্রের, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার অর্থনৈতিক স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত হয় মারিতানিকে সে ধরনের অভিযান পরিচালনা করতে বলতেন।

আল-কায়েদার আরও দু’জন জ্যেষ্ঠ অভিযান পরিচালনাকারী আবদুল গাফফার আল শামি ওরফে বাছার চামা এবং মেচ্ছারা আল শামি ওরফে মুজাহিদ আমিনোকে ও একই সময়ে কোয়েটা থেকে আটক করা হয় বলে দাবি করা হয়।

দ্য ন্যাশনের খবরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে হাক্কানির লেখা মন্তব্য থেকে উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই সর্বশেষ সফলতা পারস্পরিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-পাকিস্তানের গোয়ন্দা বিভাগ পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর  মধ্যকার আন্তরিক সম্পর্কেরই প্রতিফলন।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েদা বিভাগগুলোর কারিগরি সহযোগিতায় এই অভিযান পরিকল্পনা এবং পরিচালিত করা হয়। এতে আরও বলা হয়, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।  

ওই পাকিস্তানি রাষ্ট্রদূত মন্তব্য করেন, কোয়েটা থেকে সর্বশেষ আল কায়েদার  এই তিন জ্যেষ্ঠ নেতার আটক প্রমাণ করে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তান তার অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা,সেপ্টেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।