শুক্রবার (৩১ মার্চ) পারাচিনার শহরের নূর মার্কেটের কাছে একটি মসজিদে এ বোমা বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা। জুমার নামাজ আদায়ের সময় মসজিদটির নারীদের প্রবেশপথের পাশে এ বোমা বিস্ফোরণ ঘটে।
দেশটির পার্লামেন্ট সদস্য সাজিদ হুসাইন বলেন, এটা আত্মঘাতী হামলা। এলাকাটি শিয়া অধু্্যষিত। মসজিদে আসা নারীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণটি করা হয়।
পাকিস্তানি তালেবানের এ হামলা করেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগেও শিয়া জনগোষ্ঠী ও তাদের স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা হয়েছে। গত জানুয়ারিতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে স্থানীয় একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হন। আহত হন অন্তত ৮৭ জন।
বাংলাদেশ সময়:০১৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
আরআর