ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২২ পাকিস্তানে ‘আত্মঘাতি’ বোমা হামলায় নিহত ২২

পাকিস্তানের উত্তর পশ্চিমের আফগান সীমান্ত সংলগ্ন পারাচিনার শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরো ৭০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) পারাচিনার শহরের ‍নূর মার্কেটের কাছে একটি মসজিদে এ বোমা বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা। জুমার নামাজ আদায়ের সময় মসজিদটির নারীদের প্রবেশপথের পাশে এ বোমা বিস্ফোরণ ঘটে।

 

দেশটির পার্লামেন্ট সদস্য সাজিদ হুসাইন বলেন, এটা আত্মঘাতী হামলা। এলাকাটি শিয়‍া অধু্্যষিত। মসজিদে আসা নারীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণটি করা হয়।

পাকিস্তানি তালেবানের এ হামলা করেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগেও শিয়া জনগোষ্ঠী ও তাদের স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা হয়েছে। গত জানুয়ারিতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে স্থানীয় একটি সবজি বাজারে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হন। আহত হন অন্তত ৮৭ জন।

বাংলাদেশ সময়:০১৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।