লন্ডন: ২০০১ সালের ৯/১১ এর ঘটনাকে স্মরণ করে এবং আক্রমণের মধ্যে কিভাবে ‘ষড়যন্ত্র তন্ত্রকে নস্যাত’ করতে হয় বাচ্চাদের সে বিষয়ে শিক্ষা দিতে লন্ডনে ৯/১১ নামে একটি ওয়েব সাইট খোলা হয়েছে।
লন্ডনের মেয়র বরিস জনসন সোমবার এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।
৯/১১ এর হামলার ঘটনাকে স্মরণ করে এক নতুন শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অুনষ্ঠানে জনসন বলেন, ‘আমরা এবং আমাদের বাচ্চারা যদি ৯/১১ কি? যথাযথভাবে সেটা বুঝতে সক্ষম হই, তাহলে এর চেয়ে আর ভালো কোন কিছু হতে পারেনা।
দক্ষিণ লন্ডনের ব্যারিস্তা পার্কে ৯/১১ এর হামলায় ভস্মীভূত টুইন টাওয়ারের ইস্পাত দিয়ে এই শিল্পকর্ম প্রদর্শনীর নকশা করা হয়। নকশা করেন নিউইয়র্কের চিত্রশিল্পী মিয়া আন্দো।
তিনি বলেন,এই ওয়েবসাইট এক দশক আগে এই সোমবারে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে যে হামলা সংঘটিত হয়েছিল তা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি ‘ষড়যন্ত্র তন্ত্রকে নস্যাত’ করে কিভাবে ধবংসকে প্রতিহত করা যায় সে বিষয়ে শিক্ষা দিবে।
‘৯/১১ লন্ডন প্রজেক্টে’র চেয়ারম্যান পিটার রোজেনগার্ড বলেন, গত বছর ব্রিটিশ স্কুলের গবেষণায় হামলার সবচেয়ে আশ্চর্যজনক অবহেলা, সন্দেহ এবং ভুলবোঝাবুঝি বেরিয়ে এসেছিল।
এই ওয়েবসাইটের লক্ষ্য হলো, ১১ থেকে ১৬ বছর বয়সী শিশুদের শেখানো। এর মধ্যে রয়েছে শিক্ষকদের জন্য ডাউনলোড করা যায় এমন পাঠ পরিকল্পনা।
সুবিধা বঞ্চিত দক্ষিণ লন্ডনের বোরাগ পেকহ্যামের নাট অগবর্ন (২৬) নামের একজন ইতিহাসের শিক্ষক বলছিলেন, অনেক শিশুই ওই হামলার সম্পর্কে তেমন কিছুই জানেনা। অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে অনেক কিছুই শুনেছে। সুতরাং, এটা তাদের জন্য একটা বড় ধরনের সুযোগ।
মাইকেল কুকু নামের তার একজন ছাত্র বলছিল, সে এই হামলা সম্পর্কে সম্প্রতি জেনেছে। ‘আমি জানতাম না এটা ঘটেছে। আমি এটা জেনেছি এক বছর আগে-’বলেন কুকু।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা,সেপ্টেম্বর ০৬, ২০১১