লন্ডন: ব্রিটিশ সরকার দেশটির স্কুলগুলোতে মুসলিম চরমপন্থীদের খুঁজতে এবং চরমপন্থা নির্মূলের পদক্ষেপ হিসেবে সাবেক এম-১৫’র গোয়েন্দাদের নিয়োগ দিয়েছে।
ডেইলি এক্সপ্রেসের খবরে বলা হয়, ব্রিটিশ মন্ত্রীরা শ্রেণীকক্ষে মুসলিম চরমপন্থা এবং অন্যান্য চরমপন্থীদের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন।
শিক্ষামন্ত্রী মাইকেল গভ শহশিক্ষা স্কুল এবং নতুন প্রজন্মের অবৈতনিক বিদ্যালয়গুলো চরমপন্থীদের আক্রমণের লক্ষ্য বস্তু হতে পারে এই আশঙ্কায় উদ্বিগ্ন। তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এজন্য আমরা গোয়ন্দা বিভাগের লোকজনের সঙ্গে কাজ করে যাচ্ছি। ’
বিবিসির অ্যান্ড্রু মার শ’ শিক্ষা মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন,শুধু অবৈতনিক স্কুলগুলোই এর আওতায় আসবে না। গভ বলেন, এটা কাচের মতো পরিষ্কার যে আমরা সন্ত্রাসীদের জন্য স্কুল খুলি নাই।
সে খ্রিস্টান মৌলবাদী হোক, ইসলামী মৌলবাদী হোক অথবা অন্য যেকোন গোপন সংগঠনেরই হোক না কেন?
মন্ত্রী বলেন, ‘আমরা অধিদপ্তরের ভেতরেই একটি ইউনিট গঠন করেছি কারা চরমপন্থার দিকে ধাবিত হয় সেটা পর্যবেক্ষণ করার জন্য। ’
গভ বলেন, ‘গত সরকারের আমলে আমাদের কাছে জঙ্গিদের বিরুদ্ধে লড়ার জন্য যে অর্থ ছিল সেই অর্থই চলে গিয়েছিল জঙ্গিদের কাছে। এখন আমরা তাদের প্রতিরোধের জন্য একটি ইউনিট গঠন করেছি। ’
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১