ঢাকা: ভারতের সমাজবাদী পার্টির সাবেক সাধারণ সম্পাদক অমর সিংকে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে অভিযুক্ত ফা¹ান সিং কুলাস্তে, মহাবীর সিং ভাগোরা ও অশোক অরগলকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে।
এদিন অমর সিং অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতের কাছে হাজির না হওয়ার আবেদন করেন। এ আবেদন আদালত নাকচ করে দেন। এরপর অমর সিং আদালতে এলে তার জামিন আবেদন নাকচ করা হয় এবং তাকে বিচারিক হেফাজতে নেওয়ার রায় দেওয়া হয়।
ভারতের রাজ্যসভার সদস্য অমর সিংয়ের কৌঁসুুলি আদালতকে বলেন, ‘তিনি অসুস্থ ও শয্যাশায়ী। ’ এরপর আদালত অমর সিংয়ের চিকিৎসার কাগজপত্র আদালতে হাজির করতে বলেন এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
নয়াদিল্লির পুলিশ অমর সিং, কুলকার্নি ও বিজেপির এমপি ফা¹ান সিং কুলাস্তে, মহাবীর সিং ভাগো এবং সঞ্জিব সাক্সেনা ও সুহাইল হিন্দুস্তানিকে অভিযুক্ত করে ৮০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেছে। এদের মধ্যে সাক্সেনা ও হিন্দাস্তানি তিহার কারাগারে আটক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১