লক্ষ্মৌ: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারী মায়াবতী বলেছেন, জুলিয়ান অ্যাসাঞ্জ হয় মানসিকভাবে অসুস্থ অথবা তিনি বিরোধী দলগুলোর দ্বারা ব্যবহৃত হয়ে তাকে লক্ষ্যবস্তু করেছেন।
সম্প্রতি প্রকাশিত মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তায় মায়াবতীর কঠোর সমালোচনা করে বহুজন সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ নেতা সতীশচন্দ্র মিশ্রের উদ্ধৃতি দিয়ে বলা হয় ‘মায়াবতী প্রধানমন্ত্রী হওয়ার ভাবনায় আচ্ছন্ন অহংসর্বস্ব নারী।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মায়াবতী বলেন, ‘আমরা জুলিয়ান অ্যাসাঞ্জের জন্য আগরা পাগলা গারদে একটি কক্ষ বরাদ্দ রেখেছি। ’
মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ নেতা সতীশচন্দ্র মিশ্র প্রতিক্রিয়ায় বলেন, তিনি ২০০৭ সালে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক করেননি। আদালতে যাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, এটা ২০১২ সালের নির্বাচনের আগে তার দলের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র।
উত্তরপ্রদেশে আগামী বছর নির্বাচন হবে। তিনি বলেন তার নেতা (মায়াবতী) সব সময় তার পাশে ছিলেন। মায়াবতী বলেন, ‘আমার দু’জন বিশ্বস্ত বন্ধু সতীশ চন্দ্র মিশ্র এবং শশাঙ্ক শেখর সিংয়ের উদ্ধৃতি দিয়ে উইকিলিকসে আমার সম্বন্ধে যা বলা হয়েছে তা একদমই হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা এই ষড়যন্ত্রের পেছনে আছেন তাদের আমি পরিষ্কার বলে দিতে চাই, এজন্য আমার কাছে তাদের গুরুত্ব আরও বেড়ে গেল। ’
গত ৩০ আগস্ট উইকিলিকস মায়াবতীকে নিয়ে একটি তারবার্তা ফাঁস করে যাতে বলা হয়েছে, কুমারী মায়াবতী তার পছন্দসই স্যান্ডেল আনতে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে ব্যক্তিগত জেট বিমান পাঠান।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১