ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত ৭০, জাতিসংঘের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সিরিয়ায় রাসায়নিক হামলায় নিহত ৭০, জাতিসংঘের জরুরি বৈঠক রাসায়নিক হামলা

সিরিয়ায় রাসায়নিক হামলায় শিশুসহ ৭০ জন নিহত হওয়ার ঘটনায় জরুরি বৈঠক আহ্বান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ কার্যালয়ে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।

তবে রাসায়নিক হামলার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

একই সঙ্গে এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহীদের দায়ী করেছেন তিনি।

এ হামলার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, আর সরকার বিদ্রোহীদের বিমান হামলাকে দুষছে রাশিয়া।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে রাসায়নিক অস্ত্র কারখানা গ্যাস হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ডজন খানেক শিশুসহ প্রায় ৭০ জন নিহত হয়।

২০১১ সাল থেকে সিরিয়ায় আসাদ সরকার উৎখাত করার লক্ষ্যে দেশটিতে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলে আসছে। গত পাঁচবছরে দেশটিতে ৬০ লাখ মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছে। গৃহযুদ্ধে নিহত হয়েছে দুই লক্ষাধিক মানুষ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।