নেভাদা (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রাজধানী কারসন শহরের এক রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাত জন।
নিহতদের মধ্যে দু’জন জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্য। অন্যজনকে পুলিশ ঘাতক বলে ধারণা করছে।
কারসন শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তারা জানায়, হামলায় বন্দুকধারী একে-৪৭ ব্যবহার করেছেন।
পুলিশের ধারণা, এডোয়ার্ডো সেনসিয়ন (৩২) নামের এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। হামলার পর পরই নিজের বন্দুক দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান সেনসিয়ন। পরে তাকে রেনোর একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কারসন শহরের প্রধান নির্বাহী কর্মকর্তা কেনি ফুরলং বলেন, সামরিক বাহিনীর সঙ্গে এডোর্য়াডোর কোনও জানাশোনা ছিল না এবং তার এভাবে জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর ওপর হামলার চালানোর কারণটাও অজানা।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১