ইসলামাবাদ: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলায় বুধবার কমপক্ষে ২১ জন নিহত এবং ৪০জন আহত হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।
কোয়েটা থেকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আফ্রিদি জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী আধা সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বাসভবনে প্রবেশের চেষ্টা করে। এসময় সেনারা তাকে গুলি করার চেষ্টা করলে আত্মঘাতী হামলাকারী নিজেকে বোমায় উড়িয়ে দেন।
কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। এটি জঙ্গিবাদের অভয় আশ্রম হিসেবে পরিচিত।
সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা দেয় তারা কোয়েটা শহরতলী থেকে আধা সামরিক বাহিনীর সহায়তায় আল কায়েদার তিন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করেছে।
তার পরই এই হামলার ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর০৭, ২০১১