ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকা: ভূমধ্যসাগরের মার্কিন রণতরী থেকে সিরিয়ারর বিমানঘাঁটিতে ৫০-৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর দিচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, যুক্তরাষ্ট্র বেশকিছু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গত ৪ এপ্রিল সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে দেশটির বিদ্রোহীদের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাসায়নিক হামলা চালায় সরকারি বাহিনী। এতে বিস্ফোরণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ২৩ শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়।

ওই রাসায়নিক হামলার পর যুক্তরাষ্ট্রের ক্ষেণাস্ত্র হামলার ঘটনা ঘটালো।

সিরিয়ায় রাসায়নিক হামলার ঘটনায় পরদিন সিরিয়া ও দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইস্যুতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সিরিয়া সীমা অতিক্রম করেছে।

ওই রাসায়নিক হামলাকে জঘন্য উল্লেখ করে ট্রাম্প বলেন, নারী, শিশু, নির্দোষ মানুষ এমনকি সুন্দর ছোট বাচ্চাদের ওপর এ হামলা মানবতার জন্য আপমানজনক। হামলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।