ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
ফ্লোরিডায় শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক রিসোর্টে স্বাগত জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে এই দুই নেতা নৈশভোজে অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।

শি জিনপিংয়ের উদ্দেশে ট্রাম্প বলেন, তারা দু’জনে বন্ধুত্বের উন্নয়ন ঘটিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথমবারের বৈঠকে বসতে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করছেন। এমন সময় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন সিরিয়ার সরকারি বাহিনীর ইদিলিব প্রদেশে রাসায়নিক হামলার জবাবে মার্কিন বাহিনী সিরিয়ার এক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এ সফরে চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উত্তর কোরিয়ার বেপরোয়া মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণ, চীন ও যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং তাইওয়ানসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।