ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বন্দুকধারীদের হামলায় ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১
ইরাকে বন্দুকধারীদের হামলায় ৮ সেনা নিহত

রামাদি: ইরাকের পশ্চিমাঞ্চলে বুধবার একটি তল্লাশি চৌঁকিতে বন্দুকধারীরা ৮ সেনাকে গুলি করে হত্যা করে। তারপর তারা মৃতদেহগুলো আগুনে পুড়িয়ে দেয়।

পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নাম  না প্রকাশ করার শর্তে পুলিশের একজন মেজর জানান, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা হাদিথা এবং বাইজির মধ্যবর্তী একটি তল্লাশি চৌঁকিতে হামলা চালিয়ে এই ৮ সেনাকে হত্যা করে।

তিনি আরও জানান, বুধবার সকালের প্রথম দিকে একটি হামলার পর তারা অস্ত্র এবং মৃতদেহগুলো একটি গাড়িতে করে জড়ো করে আগুনে পুড়িয়ে দেয়। ওই কর্মকর্তা জানান,যে সেনাদের উপর এই হামলা চালানো হয় তারা সবাই সপ্তম পদাতিক ডিভিশনের সদস্য ছিলেন।

হাদিথা আনবার প্রদেশ থেকে ১০০ কিলোমিটার উত্তর- পশ্চিমাঞ্চলে। এই তল্লাশি চৌঁকিটি কৌশলতভাবে সুন্নি অধ্যুষিত প্রদেশ আনবার এবং সালেদ্দিনের একটি সংযোগ রাস্তার সঙ্গে যুক্ত। জঙ্গিরা এই রুটটি ব্যবহার করে দুই প্রদেশে অস্ত্র সরবরাহের কাজ করে থাকে।

আল কায়েদার সম্মুখ যোদ্ধারা আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের হত্যাকান্ডের প্রতিশোধ নিতে আগস্টের মাঝামাঝি  ইরাকে ১০০টি হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এই হত্যাকান্ডের ঘটনা ঘটলো।  

ইরাকে ২০০৬ এবং ২০০৭ সালের তুলনায় হামলার সংখ্যা অনেক কমে এলেও হামলার ঘটনা মাঝে মাঝেই ঘটছে।

সরকারি হিসাবমতে, দেশটিতে আগস্টে সহিংস হামলায় মোট ২৩৯জন লোক প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৬ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।