ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মায়াবতী জেট বিমান পাঠালে আমি স্যান্ডাল পাঠাবো: অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১
মায়াবতী জেট বিমান পাঠালে আমি স্যান্ডাল পাঠাবো: অ্যাসাঞ্জ

লন্ডন: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারী মায়াবতী এবং সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দুইজন দুই দিগন্তের মানুষ। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও প্রতিষ্ঠিত হয় নি।

  তারপরও সম্প্রতি তাদের মধ্যে বেশ আলাপ জমে উঠেছে।  

কুমারী মায়াবতী বুধবার সকালে অ্যাসাঞ্জকে উদ্দেশ্যে করে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তিনি আমার সম্বন্ধে যেসব কথা বলেছেন তা সত্য নয়। জুলিয়ান অ্যাসাঞ্জ হয় মানসিকভাবে অসুস্থ অথবা তিনি বিরোধী দলগুলোর দ্বারা ব্যবহৃত হয়ে তাকে লক্ষ্যবস্তু করেছেন। ’

তিনি বলেন, ‘তিনি পাগল হয়ে গেছেন। যদি তাকে অন্যত্র চিকিৎসা করার কোন ব্যবস্থা না থাকে তাহলে তাকে আগ্রাতে আসতে দিন। আমরা আগ্রা পাগলা গারদে তার জন্য একটি কক্ষ বরাদ্দ রেখেছি। ’

এর কিছুক্ষণ পরই গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে অ্যাসাঞ্জ মায়াবতীকে উদ্দেশে করে বলেন, ‘আমি মায়াবতীকে বলবো আপনি আপনার ভূল স্বীকার করুন এবং ক্ষমা চান। আসলে তিনি কি তাই করবেন?  যদি তিনি তাই করেন তাহলে আমি তাকে বলবো আপনি ইংল্যান্ডে বিমান পাঠান আমি আপনার জন্য স্যান্ডেল পাঠাবো। ’

অ্যাসাঞ্জ বলেন, ‘আমি আমার ইচ্ছার বিরুদ্ধে ২৭২ দিন ধরে গৃহবন্দী আছি। আমি ভারতে পাগলা গারদে থাকতে পারলে বেশ খুশি হবো। ভারতকে আমি ভালোবাসি। বিনিময়ে আমি মায়াবতীর জন্য অনেক জোড়া উন্নতমানের ব্রিটিশ স্যান্ডেল নিয়ে আসবো। ’    

গত ৩০ আগস্ট উইকিলিকস মায়াবতীকে নিয়ে একটি তারবার্তা ফাঁস করে যাতে বলা হয়েছে, কুমারী মায়াবতী তার পছন্দসই স্যান্ডেল আনতে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে ব্যক্তিগত জেট বিমান পাঠান।
       
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।