ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে নৌকা উল্টে প্রাণহানি ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
মায়ানমারে নৌকা উল্টে প্রাণহানি ২০ নৌকা উল্টে প্রাণহানি, ছবি: সংগৃহীত

মায়‍ানমারে নাগাউন নদীতে নৌকা উল্টে ২০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ডজন খানেক মানুষ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা নাই লিন টুনের বরাতে শনিবার (৮ এপ্রিল) এ খবর জানা যায়।

৬৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা চলার পথে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অপর একটি পাথরবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

উল্টে যাওয়া নৌকাটি পাথিন থেকে ইয়াকহিনের পথে যাচ্ছিলো। নৌকার বেশির ভাগ যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

মায়ানমারে নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। সেখানে অনেক মানুষ নৌপথে ভ্রমণ করেন। তবে কর্তৃপক্ষের এ বিষয়ে সুনজর নেই। দুর্বল নৌ-রক্ষাণাবেক্ষণ এবং অতিরিক্ত যাত্রী বহন দেশটিতে নৌ-দুর্ঘটনার অন্যতম কারণ।

গত অক্টোবরে দেশটির চিন্ডউইন নদীতে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকা ডুবির ঘটনায় ৪৮ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।