ত্রিপোলি: লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নিরাপত্তা প্রধান মনছুর ডাউ এখন আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামিতে অবস্থান করছেন। তার সঙ্গে গাদ্দাফি সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন নাইজারের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়া আগাদেজ শহর হয়ে মনছুর গত রোববার নাইজারে ঢুকেছেন।
একই সময় ভারী অস্ত্র, সোনা ও নগদ অর্থসহ গাদ্দাফির অনুগত সেনাদের সামরিক যানের একটি বহর নাইজারের রাজধানী অভিমুখে গেছে বলে জানা গেছে।
তবে ওই বহরের সঙ্গে গাদ্দাফি ছিলেন না বলে নিশ্চিত করেছেন নাইজারের কর্মকর্তারা।
এদিকে বিদ্রোহীদের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার হিশাম বুহাগিয়ার দাবি করেছেন, গাদ্দাফি এখনো লিবিয়াতেই রয়েছেন। তবে তিনি আক্রান্ত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে তার বিশ্বাস।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, তিনি (গাদ্দাফি) আরও দক্ষিণে সরে যাওয়ার চেষ্টা করছেন। তার গন্তব্য চাদ অথবা নাইজার। ’
উল্লেখ্য, আর মাত্র চারটি শহর নিজের অনুগত সেনাদের নিয়ন্ত্রণে থাকলেও শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কোনঠাসা গাদ্দাফি।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১