ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়াতে বিমান দুর্ঘটনায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১
রাশিয়াতে বিমান দুর্ঘটনায় নিহত ৪৩

মস্কো: কয়েকটি দেশের আইস হকি খেলোয়ারদের বহনকারী একটি বিমান রাশিয়ার রাজধানী মস্কোর নিকটে ভূপাতিত হলে ৪৩ জন আরোহী নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইয়ারোসøাভ বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার স্থানটি রাজধানী মস্কো থেকে আড়াইশ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বিমানটি হকি খেলোয়ারদের নিয়ে বেলারুশের মিনস্ক শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানে রাশিয়াসহ জার্মানি, সুইডেন ও সেøাভাকিয়ার হকি দল ছিল। তবে খেলোয়ারদের মধ্যে কতজন নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে কর্মকর্তারা দুর্ঘটনার কারণও জানাতে পারেননি। বিমানটিতে আরোহী ছিলেন ৪৫ জন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।