মস্কো: কয়েকটি দেশের আইস হকি খেলোয়ারদের বহনকারী একটি বিমান রাশিয়ার রাজধানী মস্কোর নিকটে ভূপাতিত হলে ৪৩ জন আরোহী নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইয়ারোসøাভ বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই বিমানটিতে আগুন ধরে যায়।
বিমানটি হকি খেলোয়ারদের নিয়ে বেলারুশের মিনস্ক শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানে রাশিয়াসহ জার্মানি, সুইডেন ও সেøাভাকিয়ার হকি দল ছিল। তবে খেলোয়ারদের মধ্যে কতজন নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে কর্মকর্তারা দুর্ঘটনার কারণও জানাতে পারেননি। বিমানটিতে আরোহী ছিলেন ৪৫ জন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১