ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘৯/১১ এর জন্য যুক্তরাষ্ট্র সরকারের মধ্যপ্রাচ্য নীতিই দায়ী’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১
‘৯/১১ এর জন্য যুক্তরাষ্ট্র সরকারের মধ্যপ্রাচ্য নীতিই দায়ী’

ওয়াশিংটন: ৯/১১ এর সন্ত্রাসী হামলার সঙ্গে ইসলামি জঙ্গিরা জড়িত থাকলেও এর জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এর জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন প্রায় অর্ধেক আমেরিকান। নতুন একটি মতামত জরিপে যুক্তরাষ্ট্রবাসীর এই বিশ্বাস প্রবণতা লক্ষ্য করা গেছে।



পিউ রিসার্চ সেন্টার পরিচালিত সাম্প্রতিক ওই মতামত জরিপে দেখা গেছে, বিভিন্ন বিষয়ে গত দশকের চাইতে বর্তমানে আমেরিকানদের মনোভাবে যথেষ্ট পরিবর্তন ঘটেছে। ‘তারা আমাদের কেনো ঘৃনা করে?’ এমন প্রশ্নে মার্কিনীরা পরিষ্কারভাবে দ্বিধাবিভক্ত।

২০০১ সালে নিউইয়র্কে টুইনটাওয়ার ও পেন্টাগনে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য আল কায়েদা দায়ী এই তথ্য যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিশ্বাস করেন। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এই ঘটনার পেছনে প্রণোদনামূলক বিষয় হিসেবে কাজ করেছে বলে অনেক আমেরিকান এখন বিশ্বাস করেন।

জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ আমেরিকান মনে করেন ওই হামলা কিছু বিষয়ের দ্বারা প্রণোদিত হয়ে থাকতে পারে। কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ভুল ভাবে সম্পর্ক পেতেছে। তবে ৪৫ শতাংশ এই মতামতের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।

অথচ ৯/১১ হামলার অব্যবহিত পরে ৫৫ শতাংশ আমেরকিান এমন দাবি প্রত্যাখ্যান করেছিলেন। অবশ্য এক তৃতীয়াংশ আমেরিকান তখন তা বিশ্বাস করতেন।

৯/১১ এর ঘটনা মূল্যায়নে আমেরিকানদের এই অবস্থানগত পরিবর্তনের যে চিত্র পিউ রিসার্চ সেন্টার তুলে ধরেছে তা স্বঘোষিত ডেমোক্র্যাট দলের সমর্থক ও নিরোপেক্ষ লোকদের মধ্যে বেশি প্রকট। এদের মধ্যে অর্ধেক জনগণ মনে করেন মার্কিন নীতিই ওই হামলার জন্য আল কায়েদাকে উস্কে দিয়েছে।

তবে এটিসহ অন্য একাধিক ইস্যুতে রিপাবলিকানদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। টুইনটাওয়ার হামলার জন্য মার্কিন নীতি দায়ী এ কথা তারা বিশ্বাস করেন না।

ওই জরিপে আরও দেখা গেছে, ৯/১১ প্রশ্নে বয়স ভেদে একই বিষয়ে বিভিন্ন জনের মত পার্থক্য রয়েছে। ৩০ বছরের কম বয়সীদের মধ্যে অর্ধেক (৫২ শতাংশ) ৯/১১ হামলার ব্যাপারে মার্কিন নীতিকেই দায়ী করেন। ৬৫ বছর বা এর কম বয়সীদের মধ্যে মাত্র ২০ শতাংশ এর সঙ্গে একমত এবং এর বেশি বয়সীরা এ ব্যাপারে নানা মত দিয়েছেন।

একইভাবে সন্ত্রাস দমনে ব্যক্তি স্বাধীনতা বিসর্জনের বিষয়েও জনগণের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। ৯/১১ এর অব্যবহিত পরে ৫৫ শতাংশ মার্কিন মনে করতেন সন্ত্রাস দমনে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ দরকার। কিন্তু এখন এই হার ৪০ শতাংশে নেমে এসেছে।

অপরদিকে যারা মনে করেন এর জন্য ব্যক্তি স্বাধীনতা বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই তাদের হার ৩৫ শতাংশ থেকে বেড়ে ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।

এই জরিপে অংশ নিয়েছেন দেড় হাজার পূর্ণ বয়স্ক মার্কিন। জরিপ চালানো হয়েছে গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

জরিপে দেখা গেছে, ৯/১১ এর ঘটনা জনগণের মধ্যে যে ভয়ের সঞ্চার করেছে মার্কিনীদের জীবনে আর কোনো ঘটনা তা পারেনি।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি ১০ জনে ৬ জনই মনে করেন ৯/১১ এর ঘটনা মার্কিনীদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। অবশ্য ১০ জনে একজন মনে করেন তাদের জীবন গত দশকের মতো স্বাভাবিক গতিতেই চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।