আবুজা: লিবিয়ার পলাতক নেতা কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির আশ্রয় দেওয়া নিয়ে নাইজেরিয়া সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি।
নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন, গাদ্দাফিকে আশ্রয় দেওয়া হবে, না আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তর করা হবে, সে ব্যাপারে নাইজেরিয়া সরকার পরে চিন্তা-ভাবনা করবে।
ধারণা করা হচ্ছে, গাদ্দাফি সম্প্রতি সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে নাইজেরিয়ায় আশ্রয় নিয়েছেন।
এদিকে, লিবিয়ার বিদ্রোহী কর্তৃপক্ষ নাইজেরিয়া সরকারের প্রতি গাদ্দাফিকে সে দেশে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত গাদ্দাফি ছাড়াও তার পুত্র শরিফ-আল ইসলাম এবং গাদ্দাফির গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ সানুসিকে আটক করার জন্য খুঁজছে।
নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাজুয়ুম গত বুধবার বিবিসিকে বলেছিলেন, সম্প্রতি একদল লোক সীমান্ত অতিক্রম করে নাইজেরিয়া প্রবেশ করেছে। এদের মধ্যে গাদ্দাফি সরকারের অনেক কর্মকর্তাও রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১১