ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

উ. কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
উ. কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপ শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে আলাপ করেছেন।

বুধবার (১২ এপ্রিল) দু’জনের মধ্যে এ ফোনালাপ হয় বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে শি জিনপিং উত্তর কোরিয়া ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন।

ফোনে শি জিনপিং ট্রাম্পকে বলেন, চীন কোরিয়ার উপদ্বীপ অঞ্চলে পারমাণবিক পরীক্ষা চালনা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য চীন সহযোগিতা করতে চায়।

এর আগে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, চীন যদি সহযোগিতা না করে, তবে যুক্তরাষ্ট্র একা উত্তর কোরিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিতে ভীত নয়।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের নির্দেশে দেশটি জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেপরোয়াভাবে মিসাইল উৎক্ষেপণ ও পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে শি জিনপিং উত্তরা কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।