ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে পালিয়ে যাওয়ার খবর অস্বীকার গাদ্দাফির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১
নাইজারে পালিয়ে যাওয়ার খবর অস্বীকার গাদ্দাফির

ত্রিপোলি: লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি তার নাইজারে পালিয়ে যাওয়ার খবর অস্বীকার করেছেন। তিনি একে ডাহা মিথ্যা এবং এরকম মিথ্যা রটনাকে মানসিক যুদ্ধ বলে বর্ণনা করেছেন।



সিরিয়াতে গাদ্দাফিপন্থী একটি টেলিভিশন চ্যানেলে বৃহস্পতিবার ফোনে এইসব কথা বলেন লিবিয়ার এই সাবেক একনায়ক। তিনি এখনো লিবিয়ার অভ্যন্তরেই রয়েছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে নাইজারের কর্মকর্তারা বলেছিলেন, গাদ্দাফি তাদের দেশে আশ্রয় চাইলে কী করা হবে সে বিষয়টি নিয়ে তারা চিন্তা-ভাবনা করছেন।

এদিকে জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে ২৯ টন সোনা বিক্রি করা হয়েছে যার মূল্য ১৪০ কোটি মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংক এখনো গাদ্দাফির নিয়ন্ত্রণাধীনে রয়েছে।

তারা জানান, সোনার এই মজুদ গত এপ্রিল অথবা মে মাসে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। প্রাপ্ত অর্থ কর্মকর্তাদের বেতন-ভাতা দেওয়ার কাজে খরচ করা হয়েছে বলে তারা জানান।

এ ব্যাপারে ত্রিপোলিতে অন্তর্বর্তী সরকারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাসিম আজ্জুজ সাংবাদিকদের জানান, বিক্রিত ওই স্বর্ণ লিবিয়ার মজুদ মোট স্বর্ণের ২০ শতাংশ।

তবে গত ছয়মাসের সশস্ত্র বিদ্রোহে কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পদের ক্ষতি হয়নি বা চুরিও যায়নি। ব্যাংকের মোট সম্পদের যে হিসাব দেওয়া হয়েছে তার মধ্যে গাদ্দাফির পরিবারের ব্যক্তিগত সম্পদ অন্তর্ভুক্ত নয় বলে জানান অন্তর্বর্তী সরকারের গভর্নর।

এনটিসি জানিয়েছে, নাইজারের একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে কয়েকদিন আগে কিছু সোনা ও নগদ অর্থসহ কয়েকটি সামরিক যানের বহর সীমান্ত অতিক্রম করতে দেখেছেন তারা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।