টেলিফোনে ট্রাম্প এই অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট গত ৭ এপ্রিল সিরিয়াতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন দেওয়ায় এরদোগানকে ধন্যবাদও জানান।
গত রোববার (১৬ এপ্রিল) তুরস্কে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয় ‘হ্যাঁ’ ভোট। যা ছিল এরদোগানের পক্ষে। এরপর পরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তুর্কি জনগণের এই সিদ্ধান্ত গ্রহণ আমাদের দেশের একটি ঐতিহাসিক মুহূর্ত। ’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের খবর, বেসরকারি ফলে আড়াই কোটি (৫১.৩৭ শতাংশ) ‘হ্যাঁ’ ভোট এসেছে। এর বিপরীতে প্রাপ্ত ‘না’ ভোটের সংখ্যা ১ কোটি ৩০ লাখ (৪৮.৬৩ শতাংশ)।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আইএ