ওয়াশিংটন: টুইন টাওয়ার ধ্বংসের দশম বছরে এসে ১১ সেপ্টেম্বর আবারও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা নিয়েছে আল কায়েদা। নির্ভরযোগ্য অথচ অসমর্থিত সূত্র থেকে পাওয়া এই সংবাদের ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবার রাতে জানায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
গতবারের হামলার চেয়ে এবারের হামলার ভিন্নতা হলো, গতবার হামলা চালানো হয়েছিল আকাশ পথে আর এবার হামলা চালানো হবে স্থল পথে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সেতু এবং বিভিন্ন ভবন হচ্ছে এবারের লক্ষ্যবস্তু। আর এই হামলায় আল কায়েদা ব্যবহার করবে গাড়ি বোমা বলেও হোয়াইট হাউস কর্তৃপক্ষ এক বিবৃতিতে এতথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, আক্রমণের হুমকিটি বিশ্বাসযোগ্য কিন্তু একটি অসমর্থিত সূত্র থেকে পাওয়া। আমাদের দেশে এমনিতেই আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জারি করা সতর্কতা তুলে নেইনি কিন্তু তারপরেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এফবিআইয়ের (ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরোর) নিউ ইয়র্ক বিভাগের সহকারী পরিচালক জেনিস ফেদারচিকও হুমকির ব্যপারে একই কথা স্বীকার করেছেন। অবশ্য তিনি আরও বলেন, প্রতি বছর এই দিনটা আসার আগে এমনিতইে আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করি তবে এবার আরও বেশি জোরদার করতে হচ্ছে আমাদের।
অপরদিকে, এফবিআইয়ের ওয়াশিংটন ডিভিশনের সহকারী পরিচালক জেমস ম্যাক জুনকিন বলেন, ‘তার প্রতিনিধিরা সুনির্দিষ্ট কোনো অপরাধীকে খুঁজে পায়নি। যাদের সন্দেহ করা হচ্ছে তাদের সুনির্দিষ্ট পরিচয় এখনও জানা যায়নি। ’
এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট যৌথভাবে বৃহস্পতিবার রাতে এক বুলেটিন প্রচার করে। এই বুলেটিনে শহরের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীকে ছড়িয়ে পড়তে এবং সন্দেহজনক ব্যক্তি অথবা কর্মকান্ডের ওপর জোর নজর রাখতে বলা হয়েছে।
আর এই আইনশৃঙ্খলার ব্যাপারে কলম্বিয়ার পুলিশ প্রধান ক্যাথি লেইনার বলেন, পুলিশ কর্মকর্তাদের স্বভাবিক দায়িত্বের বাইরেও সময়সীমা বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। যদি কোনো গাড়িকে পার্কিয় ছাড়া অন্য কোথাও গাড়ি পার্ক করতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি আমেরিকায় অনুপ্রবেশ করেছে সন্দেহভাজন এমন তিন ব্যক্তির বিষয়ে বুধবার রাতে খোঁজখবর নিয়েছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।
মূলত বৃহস্পতিবার সকালে এই হুমকির ব্যাপারে প্রথম সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সকালের ওই বিবৃতিতে তিনি সকল কমিউনিটিকে সতর্ক এবং সন্ত্রাসী সম্পর্কিত যেকোনো তথ্য অতিদ্রুত জানানোর জন্য আহবান জানান।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১