আরিজোনা: ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের তিন রাজ্যের বাসিন্দারা। তিনটি রাজ্যের প্রায় বিশ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় বন্দী আছেন।
এদিকে বিদ্যুৎ না থাকায় বিভিন্ন শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং ক্যালিফোর্নিয়ার দুইটি পরমাণু কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শহর হলো সান ডিয়াগো। শহরটির বিমানবন্দর থেকে সকল ফ্লাইট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধান করছেন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া, আরিজোনা এবং মেক্সিকোতে একযোগে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটলো। ঘটনার জন্য সন্ত্রাসীরা দায়ি হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানায়, আরিজোনা এবং ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে যে বিদ্যুৎ লাইন গেছে তাতেই মূলত সমস্যা হয়েছে। অতিরিক্ত উত্তাপের কারণে এধরণের সমস্যা হতে পারে।
পূর্ব ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দা রোজা মারিয়া গনজালেস একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে যেন গনগণে কোনো চুলার মধ্যে আছি আমরা। যেখান থেকে আমরা চাইলেও পালাতে পারছি না। ’
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এও সতর্ক করে দিয়েছে যে, সারারাত ধরেও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন নাও হতে পারে। আমরা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছি।
শহরের বিভিন্ন অংশে লিফট এবং বিভিন্ন থিম পার্কের রাইডে থাকা মানুষদের উদ্ধার করা হয়েছে এবং আরও যারা বিভিন্ন জায়গায় আটকে আছেন তাদের উদ্ধার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১