ত্রিপোলি: জাতীয় ঐক্যের আহবান জানালেন লিবিয়ার বিদ্রোহীদের গঠিত অর্ন্তবর্তী সরকার। মুয়াম্মার গাদ্দাফির হাত থেকে শাসন ক্ষমতা এখনও পুনরুদ্ধার শেষ হয়নি বলেও তারা জানায়।
বিদ্রোহীদের পক্ষে মন্ত্রীসভার সদস্য মাহমুদ জিব্রাইল বলেন, আমাদের সামনে এখনও অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের প্রথম চ্যালেঞ্জ নিজেদের বিরুদ্ধে জয়লাভ করা এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হলো ক্ষমা করে দেওয়ার সক্ষমতা অর্জন করা।
এদিকে জাতিসংঘ বলছে, লিবিয়া থেকে প্রতিদিন প্রায় কয়েকশ কৃষ্ণাঙ্গ আফ্রিকান পালিয়ে যাচ্ছে।
কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, কমপক্ষে ৩০০ কৃষ্ণাঙ্গ আফ্রিকান লিবিয়া ছেড়ে নাইজারে পালিয়ে যাচ্ছে। কারণ তারা বিদ্রোহীদের সংস্থা এনটিসির আক্রমনের শিকার হচ্ছে প্রতিনিয়ত।
এখন যেসকল শহরের দায়িত্ব গাদ্দাফি বাহিনীর হাতে তাদের প্রতি হুশিয়ারি উচ্চারন করে জিব্রাইল বলেন, গাদ্দাফিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ভেতর দিয়েই একমাত্র লিবিয়ার স্বাধীনতা অর্জন সম্ভব হবে।
এদিকে বুধবার গাদ্দাফির অনুগতরা বনি ওয়ালিদ থেকে বিদ্রোহীদের উদ্দেশে রকেট হামলা চালিয়েছে।
গত বুধবারে এক রেডিও বার্তায় মুয়াম্মার গাদ্দাফি নাইজারে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন এবং একই সঙ্গে বিদ্রোহীদের পরাজিত করার ঘোষণাও দেন তিনি।
লিবীয় নেতা আরও বলেন, লিবিয়ারে তরুন প্রজন্ম ত্রিপোলি থেকে ইদুরদের তাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বিদ্রোহীরা সকলেই ভাড়াটে সৈনিক।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১