বুধবার (১৯ এপ্রিল) হিমালয় পাদদেশের পর্যটনসমৃদ্ধ প্রদেশটির রাজধানী শিমলা শহরের ২০০ কিলোমিটার দূরের গুমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি সড়ক থেকে প্রায় ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
শিমলা জেলা প্রশাসক রোহান চন্দ ঠাকুর সংবাদমাধ্যমকে বলেন, বাসটি পার্শ্ববর্তী প্রদেশ উত্তরাখণ্ডের বিকাশ নগর থেকে শিমলার তুন্নি এলাকায় যাচ্ছিল। প্রাথমিকভাবে আমরা জেনেছিলাম বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। তখন ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এখন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী তৎপর রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কী কারণে এটি দুর্ঘটনায় পড়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এইচএ/