ইসলামাবাদ: ৯/১১ এর ১০ বছর পুর্তি উপলক্ষে নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের বাড়ি পরিদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। বর্হিবিশ্বের সাংবাদিক এবং অন্যান্য পরিদর্শকদের ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের বাড়িতে ডেনমার্কের রাষ্ট্রদূত ও তার স্ত্রী এবং দুই ফরাসি সাংবাদিকসহ বেশ কয়েকজন পরিদর্শনে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।
রাষ্ট্রদূত ইউফ উলফহেচেল বলেন, ‘অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বাড়িতে যাওয়ার আগের চেকপোস্টে আমাদের থামানো হয়। আমরা লাদেনের বাড়িতে যেতে চাই বললে তারা আমাদেরকে সরাসরি না বলে দেয়। তখন আমরা তাদের সঙ্গে করমর্দণ করে চলে আসি। ’
তিনি আরও বলেন, নিরাপত্তা রক্ষীরা কমপক্ষে দুই ঘণ্টা ধরে আমাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখে।
গত মে মাসে মার্কিন নেভি সিল বাহিনী এক অতর্কিত আক্রমনে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাসহ পাকিস্তানের কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে মার্কিন বাহিনী এ হামলা চালায়। এই হামলা পরবর্তী সময়ে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
যদিও এই নিষেধাজ্ঞার ব্যাপারে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলোতে কোনো সংবাদ প্রচার করা হয়নি।
অ্যাবোটাবাদের পুলিশ প্রধান করিম খান বলেন, লাদেনের বাড়িটি এখনও আমাদের তদন্তের মধ্যে আছে। তদন্তের স্বার্থেই বাইরের সাংবাদিক এবং পরিদর্শকদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১