শ্রীনগর: নয়াদিল্লির হাইকোর্টে বোমা হামলার ঘটনায় পাঁচ জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে ভারত শাসিত কাশ্মীর অংশের পুলিশ। হামলার দায় স্বীকার করে গ্রেপ্তারকৃতদের দেওয়া ই-মেইলের প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বুধাবরের ওই ঘটনার দায়িত্ব স্বীকার করে ই-মেইল পাঠায় পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠি হরকাত-উল-জিহাদ আল-ইসলামি(হুজি)। কাশ্মীরের শহর জম্মুর একটা সাইবার ক্যাফে থেকে ওই ই-মেইলটি করা হয়।
বৃহস্পতিবার ওই ক্যাফেটির মালিক দুই ভাই এবং একজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই সঙ্গে ওই মেইল পাঠানোর দায়ে দুই কলেজ পড়–য়া ছাত্রকেও গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ক্যাফের মালিকদ্বয় বলেন যে তারা ক্যাফে ব্যবহারকারীদের কোনো প্রকার রেকর্ড রাখে না। এই ক্যাফের মূল ভোক্তা হলো ছাত্ররা।
ইতোমধ্যেই আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততার দায়ে হুজিকে সন্ত্রাসী গোষ্ঠি হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী হামলার জন্য হুজিকে দায়ি করা হয়। কিন্তু হুজি কখনই মুসলিম অধ্যুষিত কাশ্মীরে তাদের কার্যক্রম পরিচালনা করেনি।
অন্যদিকে নয়াদিল্লির আদালতে হামলার জন্য ভারত ভিত্তিক ইন্ডিয়ান মুজাহিদিনও এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১