ঢাকা: চীনে প্রতিবছর ২ লাখ ৮৭ হাজার মানুষ আত্মহত্যা করে। সম্প্রতি এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
দেশটিতে শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে আত্মহত্যার হার ৩ গুন বেশি। অর্থাৎ ৭৫ ভাগ আত্মহত্যার ঘটনা ঘটে প্রত্যন্ত এলাকায় আর মাত্র ২৫ ভাগ ঘটে শহরে।
চায়নিজ সেন্টার ফর জিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওয়েব সাইটে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর চীনে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হবে।
ওই ওয়েব সাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনে আত্মহত্যার প্রবণতা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আলাদা। দেশটিতে পুরুষের চেয়ে নারীদের আত্মহত্যার প্রবণতা বেশি। কিন্তু বর্তমানে উন্নত বিশ্বে এ চিত্র পুরোপুরি উল্টো। কারণ উন্নত দেশগুলোতে নারীর চেয়ে পুরুষের আত্মহত্যার প্রবণতা তিনগুন বেশি।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং বেইজিংয়ের হুইলংগুয়ান হাসপাতালের যৌথ এই জরিপে বলা হয়, চীনে মানব মৃত্যুর পঞ্চম কারণ আত্মহত্যা। তবে ১৫ থেকে ৩৪ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণই আত্মহত্যা।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, চীনে প্রতিবছর অন্ততঃ বিশ লাখ মানুষ আত্মহত্যার চেষ্টা চালায়। গত ৫০ বছরের তুলনায় এ হার ৬০ ভাগ বেড়েছে।
এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং বড় ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা সম্প্রতি জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। চীনে গত বছর কমপক্ষে ৮ জন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১