ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১১
গাদ্দাফির বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা

প্যারিস: লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শুক্রবার গাদ্দাফির বিরদ্ধে পরোয়ানার এ রেড নোটিশ জারি করেছে পুলিশের এই আন্তর্জাতিক সংগঠন।



গাদ্দাফি ছাড়াও রেড নোটিশ জারি করা হয়েছে তার ছেলে সাইফ আল গাদ্দাফি ও তার শ্যালক আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধেও। সেনুসি গাদ্দাফির শাসনামলে তার সরকারের গোয়েন্দা প্রধানের দায়িত্বে ছিলেন।

এদের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে শুরু হওয়া সরকার বিরোধী সশস্ত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়েছে।

ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নবল বলেন, ‘গাদ্দাফি এখন পলাতক। তার দেশ ও আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে গ্রেপ্তার করতে চায় এবং তার বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ আনা হয়েছে। ’

এদিকে চলতি সপ্তাহে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জানে না গাদ্দাফি এখন কোথায়। আর লিবিয়ার বিদ্রোহী সরকারের কাছেও এ ব্যাপারে তথ্য আছে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা তা মনে করে না।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।