বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ওই এলাকা এড়িয়ে যেতে বলেছে দেশটির পুলিশ।
২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসে বন্দুকধারী ও আত্মঘাতী বোমারুদের হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত হন। আহত হন আরও শতাধিক মানুষ। ওইদিন প্যারিসের বার, রেস্টুরেন্ট ও স্টেট ডি ফ্রান্স স্টেডিয়ামসহ মোট ছয়টি স্থানে হামলা চালানো হয়।
হামলার পর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গো্ষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরআর/